রেজাউল করিম রেজা ,কুড়িগ্রাম : যুবকদের অংশ গ্রহনে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে যুবদের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যমান পরিস্থিতি বিশ্লেষণ করার মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, শোভন কাজ, কোভিট -১৯ এবং যুবদের নেতৃত্ব বিকাশে সরকারের গৃহীত পদক্ষেপ ও করণীয় বিষয়ে তথ্যদি প্রচার প্রসারের লক্ষ্যে ইয়ুথ ডিজিটাল এনগেজমেন্ট প্রকল্প বাস্তবায়নে যুব ছায়া সংসদ ও ভিডিও প্রতিযোগিতার পুরুস্কার বিতনর করা হয়েছে।
গতকাল সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকু কর্যালয়ের স্বপ্নকুড়ি সম্মেলন কেন্দ্রে যুবদের অংশগ্রহনে যুব ছায়া সংসদ অধিবেশন-২১ অনুষ্ঠিত হয়। ইউএসএস এর আয়োজনে একশন এইড এর সহোযোগিতায় হাবিবুর রহমান এর সঞ্চালনায় একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে যুব ছায়া সংসদ অধিবেশন ও ভিডিও প্রতিযোগিতার পুরুস্কার বিতনর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বিশেষ অতিথি মোঃ হাফিজুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুড়িগ্রাম, পৌর মেয়র কাজিউল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/