সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী “আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার সামার সিম্পোজিয়াম-২০২৩”। IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের (আইসিটি) যৌথ আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এটি অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (৯জুন) বেলা ১১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দুইদিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, আইসিটি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আলমগীর হোসেন। কিনোট স্পিকার হিসেবে ছিলেন বুয়েটের অধ্যাপক ড. সাইদুর রহমান।
এছাড়া আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মুস্তাকিম মুসুল্লি পিয়াস ও মারুফা মিশুর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর বলেন, 'কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির জগতে আমরা শুধু স্রষ্টাই নই, সমস্যা-সমাধানকারীও বটে। প্রযুক্তি হচ্ছে আমাদের জীবনের গতি পরিবর্তনকারী উদ্ভাবনসমূহের চালিকাশক্তি। নতুন টেকনোলজিই পারে আমাদের বিশ্বকে দ্রুত পরিবর্তন করতে।'
দেশ ও বিদেশের বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকৌশলী ও গবেষকগণ অনুষ্ঠানটিতে অংশগ্রহন করেন। জানা যায়, বাংলাদেশ, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়াসহ মোট ৯টি দেশ থেকে ৪৪৮জন গবেষক তাদের ২৭৩টি গবেষণাপত্রের অ্যাবস্ট্রাক্ট জমা দিয়েছেন, যা তাঁরা অনুষ্ঠানে আজ ও আগামীকাল উপস্থাপন করবেন। অংশগ্রহনকারীদের উপস্থাপনা ও কাজের ভিত্তিতে বাচাইকৃত সেরা দশ জনকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে।
সময় জার্নাল/এলআর