স্পোর্টস ডেস্ক:
টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়ে গেল লিটন দাসের। বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে টস করেছেন তিনি। তবে টস ভাগ্য সায় দেয়নি তার পক্ষে, আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে টাইগাররা। প্রথম বারের মতো লিটন দাসের নেতৃত্বে সাদা পোষাকে মাঠে নেমেছে বাংলাদেশ দল। মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু সকাল ১০টায়।
বাংলাদেশ একাদশে নেই বড় কোনো চমক। চার পেসার নয়, তিন পেসার নিয়েই একাদশ সাজিয়েছেন হাথুরুসিংহে। চোট কাটিয়ে সেরা এগারোয় জায়গা বুঝে পেয়েছেন তাসকিন আহমেদ। আছেন তাইজুল ইসলামও।
বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ : ইবরাহিম জাদরাম, আব্দুল মালিক, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক) রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই, করিম জানাত, আমির হামজা, জহির খান, নিজাত মাসুদ, ইয়ামিন আহমাদজাই।
সময় জার্নাল/এলআর