শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

গ্লোবাল টি-টোয়েন্টির ড্রাফটের দিন চূড়ান্ত

বুধবার, জুন ১৪, ২০২৩
গ্লোবাল টি-টোয়েন্টির ড্রাফটের দিন চূড়ান্ত

ব্র্যাম্পটন:

করোনভাইরাসের প্রকোপে দুই আসরের পর ‘গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা’ মাঠে গড়ায়নি। পৃথিবী এখন করোনার প্রভাবমুক্ত, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডাও ফিরছে চমক নিয়ে।

এর আগে  ক্রিস গেইল, লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং কিংবা স্টিভেন স্মিথদের বিশ্বের বড় বড় তারকাদের নিয়ে গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করে হইছই ফেলে দিয়েছিল কানাডা। এবারও সেই আমেজ নিয়ে দর্শকদের আনন্দ দিতে ফিরছে গ্লোবাল টি-টোয়েন্টি।

ইতিমধ্যে ড্রাফটের কাজ শেষ পর্যায়ে। আজ (১৩ জুলাই) গ্লোবাল টি-টোয়েন্টির ড্রাফট অনুষ্ঠিত হবে। এখানে আন্তর্জাতিক মার্কি ক্রিকেটারদের নামও প্রকাশ করা হবে।
 
কানাডার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট অন্টারিওর ব্র্যাম্পটন স্পোর্টস পার্কে ২০ জুলাই থেকে মাঠে গড়াবে । ক্রিকেট কানাডা ও গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্টের আয়োজনে এই টুর্নামেন্ট চলবে আগস্টের ৬ তারিখ পর্যন্ত। উল্লেখ্য, গ্লোবাল টি-টোয়েন্টি ম্যানেজম্যান্ট উত্তর আমেরিকায় ক্রিকেটের প্রসার নিয়ে কাজ করছে।

৬টি ফ্র্যাঞ্চাইজি গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় অংশ নিতে পারবে। ফ্র্যাঞ্ছাইজিগুলো হলো টরেন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স। জাগুয়ার্স-প্যান্থার্স নতুন করে যুক্ত করে যুক্ত হয়েছে।

প্রতিটি স্কোয়াডে থাকবে ১৬ জন ক্রিকেটার। তার মধ্যে দুজন মার্কি ক্যাটাগরিতে (বিশ্বব্যাপি পরিচিত তারকা ক্রিকেটার), ৩ জন কানাডার জাতীয় দলের ক্রিকেটার এবং ৩ জন থাকবেন কানাডার ইমার্জিং ক্রিকেটার। ১৮ দিনের ব্যবধানে তারা খেলবেন ২৫টি ম্যাচ।  

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল