স্পোর্টস ডেস্ক:
২০১৯ সালে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। চার বছর আগে সে ম্যাচে বিশাল ব্যবধানে হারে টাইগাররা। সেই ক্ষত নিয়েই আজ মিরপুরে আবার টেস্ট খেলতে নেমেছে মিরাজ-তাসকিনরা। আর এ ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি দ্বিতীয় ওভারেই জাকিরের বিদায়ে। তবে শান্ত-জয়ের প্রতিরোধে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগারস।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের সূচনা করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এ ওভারে ইয়ামিন আহমদজাই এর বলে এক চারে ছয় রান তুলে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই আসে আঘাত। আফগান অভিষিক্ত বোলার নিজাত মাসুদের বলে উইকেট রক্ষকের তালুবন্দি হয়ে ১ রানে আউট হন জাকির। বাংলাদেশের সংগ্রহ তখন ছয় রান।
এক ওপেনারকে হারিয়ে দল যখন শুরুতেই বিপর্যয়ের মুখে তখন ব্যাটিংয়ে আসেন নাজমুল হাসান শান্ত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ফর্মে থাকা শান্ত আজ আফগানদের বিপক্ষেও করছেন শুভ সূচনা। জয়কে নিয়ে তার ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহের আশা দেখছে বাংলাদেশ।
শুরু থেকেই দুই আফগান পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দেখেশুনে খেলতে থাকেন এ দুই টাইগার ব্যাটার। কিছুটা হোঁচট খেলেও পরে সামলে ওঠেন দুজনই। এরপর শান্ত ওয়ানডে মেজাজে খেলা শুরু করলে দ্রুত রান ওঠতে থাকে স্কোরবোর্ডে। তিনে নামা শান্ত দ্রুতই তুলে নেন টেস্টে তার চতুর্থ ফিফটি। নিজের ব্যক্তিগত পঞ্চাশ করার পথে তিনি মেরেছেন দশটি চার।
শান্তর সাথে স্ট্রাইক রেট বাড়িয়ে খেলেছেন ওপেনার জয়ও। দুইজন মিলে গড়েছেন শত রানের জুটি। ওপেনার জয় ৭০ বলে করেছেন ৩৮ রান। আর ৭৬ বলে ৬৪ রান করেছেন শান্ত। এ দুজনের ব্যাট থেকে এসেছে মোট ১৭ টি চার। প্রথম সেশন শেষে ২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১উইকেটে ১১৬ রান।
এমআই