ক্রীড়া প্রতিবেদক:
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসের শুরুর সেশনের দখল ছিল বাংলাদেশের হাতে। তখন বাংলাদেশ সংগ্রহ ছিল ১ উইকেটে ১১৬ রান। এরপর লাঞ্চ বিরতি থেকে ফিরে মারমুখী হয়ে ওঠেন নাজমুল হোসেন শান্ত। বাঁ-হাতি এই ব্যাটার একের পর এক বাউন্ডারিতে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক। এর আগে অর্ধশতক তুলে নেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
দারুণ খেলতে থাকা জয় অবশ্য চা পানের বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগেই ফিরে যান। ব্যক্তিগত ৭৬ রানে থাকা অবস্থায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ২২ বছর বয়সী এই ব্যাটার। তাকে ফিরিয়েছেন আফগান পার্টটাইম স্পিনার রহমত শাহ। তার বিদায়ে ভাঙে শান্ত-জয়ের ২১২ রানের জুটি। ১৩৭ বলের ইনিংসের পথে ৯টি চার মেরেছেন জয়।
এরপর মুমিনুল হককে নিয়ে পরবর্তীতে দ্বিতীয় সেশনের বাকি পথ পাড়ি দেন শান্ত। চা পানের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৩৫ রান। শান্ত ১২৬ রানে এবং মুমিনুল ১১ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে আজ (১৪ জুন) দিনের শুরুতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। তবে শুরুটা রাঙাতে পারেননি ওপেনার জাকির হাসান। ইনজুরির কারণে মাঝের বিরতির পর দলে ফেরা এই ব্যাটার দলীয় ৬ রানের মাথায়ই প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
১২৬ রানে অপরাজিত শান্ত ২১টি চারের পাশাপাশি ছয় মেরেছেন একটি। মুমিনুলকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যে শেষ সেশনে খেলতে নামবে বাংলাদেশ।
এমআই