স্পোর্টস ডেস্ক:
মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই আফগান পেসাররা বাংলাদেশকে ভয় ধরিয়েছিলো। টাইগার পেসাররা সেটির ভালো জবাবই দিয়েছেন মিরপুরের উইকেটে গতির ঝড় তুলে। এবাদত আর শরিফুল মিলে শুরুতেই চেপে ধরেন আফগান ব্যাটিং লাইনআপকে। মাঝে নাসির জামাল আর আফসার জাজাই মিলে প্রতিরোধ গড়লেও তা আর টেকেনি টাইগার বোলারদের সামনে। দ্বিতীয় দিনে মাত্র ৩৯ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে গেছে আফগানিস্তান। এদিকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে খেলে ইতিমধ্যে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ১ উইকেটে হারিয়ে ১৩৪ রান। দুই ইনিংস মিলিয়ে আফগানিস্তানের থেকে ৩৭০ রানে এগিয়ে টাইগাররা।
নিজদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে ১৩ বলে ১৭ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে শতক করা নাজমুল হাসান শান্ত।
ওপেনার জাকির হাসানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন এই বাঁহাতি ব্যাটার। ওয়ানডে মেজাজেই ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটার। দুজনই তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয় দিন শেষে ৬৪ বলে ৫৪ রানে অপরাজিত আছেন জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত। অপরদিকে আফগানদের হয়ে বল হাতে ১টি উইকেট নেন আমির হামজা।
এমআই