বুক ভরা সীমাহীন স্বপ্ন
আমাকে ঘিরে রয় সর্বদা।
নিত্য চলে অন্তহীন অপেক্ষা
কেটে যায় অজস্র বিনিদ্র রজনী।
হতাশা আর ব্যর্থতা ছাড়া যেন কোন কিছুই ধরা দেয় না
পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে।
ও হে অন্তরযামী!
এমন জীবন হতে তুমি মুক্তি দাও
আর কত অপেক্ষার প্রহর?
রঙিন পৃথিবীর বিচিত্র মানুষগুলোকে
বড্ড অচেনা ঠেকে
জীবনের প্রয়োজনে কাওকেই
খুব নিজের মনে করতে পারি না
অন্তহীন তাই ছুটে চলা।
স্বপ্নের প্রদীপগুলো নিভু নিভু,
বিবেক বুদ্ধির ক্ষয় দেখতে দেখতে
খুব ক্লান্ত, পরিশ্রান্ত।
বাস্তবতার কাছে তাই হেরে যায় বারংবার।
শত সহস্র মানুষের ভীড়ে
নিজেকে ভীষণ একা লাগে
শুভ বুদ্ধির চর্চার চরম উর্দ্ধে সবাই
নিষ্ঠুরতা, অসভ্যতা আর লোভ দেখে কাঁদি নীরবে
নেই কি কোন প্রতিকার?
আর কত অপেক্ষার প্রহর গুনতে হবে
জানতে চাই মোর অন্তর্যামী।
সময় জার্নাল/এসএ