স্পোর্টস ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে এবার বসবে কোপা আমেরিকার আসর। কনমেবলের তরফ থেকে কোপা আমেরিকার দিনক্ষণ জানিয়ে দেয়া হয়েছে।
গতবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। ডি মারিয়ার গোলে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিও মেসির আর্জেন্টিনা।
আগামী বছরের কোপা আমেরিকায় হয়তো শেষবার নীল-সাদা জার্সিতে দেখা যাবে লিও মেসিকে। মেসি যেখানে যাচ্ছেন তাকে ঘিরে আবেগের বিস্ফোরণ সেখানেই। ইন্টার মিয়ামিতে খেলবেন এলএম ১০।
ফলে আগামী বছরের কোপা আমেরিকায় মেসিই যে প্রচারের সব আলো শুষে নেবেন সেকথা বলাই বাহুল্য।
২০২৪ সালের কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। তার মধ্যে ১০টি দেশ দক্ষিণ আমেরিকার। এরা হলো আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলা। আর ছয়টি দেশ কনকাকাফের। তাদের নাম অবশ্য এখনো জানানো হয়নি।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। তার আগে ২০২৪ সালের কোপা আমেরিকা এককভাবে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে।
সময় জার্নাল/এলআর