এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। সকাল ৯ টায় থানা রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দলীয় কার্যালয়ে রাখা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
সকাল ১০টায় আওয়ামীলীগ অফিসের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালী বের হয়। র্যালীটি আলীপুর মোড়, মুজিব সড়ক, প্রেসক্লাব হয়ে শেখ রাসেল স্কয়ারে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠা বার্ষিকীর ৭৪ পাউন্ড ওজনের কেক কাটা হয়।
সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী।
অনুষ্ঠানে জেলা ও শহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবি লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আ"লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষকী পালন করেছেন সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার সকালে সদরের প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালী করা হয়। পরে নগরকান্দা এমএন একাডেমী মাঠে কেক কাটার মধ্যেদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবান মিয়া, সহসভাপতি মারুফ হোসেন বকুল চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী শাহ্ জামান বাবুল, সাবেক জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা মৎস্যজীবি লীগের যুগ্ন আহবায়ক মাসুম আল কাওসার নাদিম, জেলা যুবলীগের সদস্য মাহফুজ হিমেল, যুবলীগ নেতা এ এইচ খুশবু সহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এছাড়া ফরিদপুরের অন্যান্য উপজেলাগুলোতে ও বিভিন্ন কর্মসুচির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এমআই