সময় জার্নাল প্রতিবেদক:
আপনজনদের সাথে ঈদ উল আজহা উদযাপনের জন্য ঢাকা ছেড়ে বাড়ি যাচ্ছেন কর্মব্যস্ত মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের ভিড়। আজ থেকেই অতিরিক্ত লঞ্চ চলাচল শুরু হয়েছে কিছু রুটে।
সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হলেও রবিবার (২৫ জুন) বিকেলে সদরঘাটে দেখা যায় বেড়েছে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ।
পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রীদের ভাটা পড়লেও ঈদে যাত্রীর চাপ থাকে স্বস্তিদায়ক।
বিকেলে যাত্রীদের বেশিরভাগই পটুয়াখালী, বগা, ইলিশাসহ বিভিন্ন অঞ্চলের এসব রুটে যাত্রী চাপ দেখা যায়। তবে বরিশাল রুটের যাত্রী তুলনামূলক কমই ছিল বলা যায়। পর্যাপ্ত লঞ্চ থাকায় অনেকটা আরামদায়কভাবে বাড়ি ফেরার প্রত্যাশা ব্যক্ত করেন যাত্রীরা।
এদিকে সদরঘাট অভিমুখে যাত্রীর চাপ বাড়তে থাকায় লঞ্চ টার্মিনাল ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও প্রাইভেটকারের জট দেখা যায়।
এমআই