স্পোর্টস ডেস্ক:
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৯ সালে। এরপর কেটে গিয়েছে ১৪টি বছর। অবশেষে আজ (২৮জুন) ঈদুল আজহার আগের দিন বাংলাদেশের ফুটবলে সেই আক্ষেপ মোচন করেছে জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
২০০৩ সালে বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় দুই দশক পর আবারো শিরোপার হাতছানি টাইগারদের সামনে। ২০১১, ২০১৩, ২০১৫ , ২০১৮ সালে সাফের গ্রুপ থেকেই বিদায়। ২০২১ সালে সর্বশেষ সাফে গ্রুপভিত্তিক খেলা হয়নি। পাঁচ দল নিয়ে রবিন লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুটি দল ওঠে ফাইনালে। বাংলাদেশ পাঁচ দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল।
চলমান সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শুরুতেই লেবাননের বিপক্ষে ম্যাচে হেরে বড় ধাক্কা খায় টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ ৩-১ গোলে হারিয়ে এবারের আসরে টিকে থাকে লাল-সবুজ জার্সিধারীরা। সাফের সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে বড় জয়ের দেখা পায় হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধের ১২তম মিনিটেই পিছিয়ে পড়ে টাইগাররা। কিন্তু পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি লাল-সবুজ জার্সিধারীরা। ২১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শেখ মুরসালিনের দূরপাল্লার রকেট গতির শটে ম্যাচে সমতায় ফিরে বাংলাদেশ।
সমতায় ফিরে যেন বদলে যায় বাংলাদেশের ফুটবল। এরপর ৩০ তম মিনিটে রাকিবের দুর্দান্ত ফিনিশিংয়ে ভুটানের এক আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা।
এগিয়ে গিয়ে আরও আক্রমণাত্মক খেলা উপহার দিতে থাকে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। সেই ধারাবাহিকতায় ৩৬তম মিনিটে আবারো রাকিব হোসেনের দুর্দান্ত এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার চেষ্টা করে ভুটান। দলে একাধিক পরিবর্তন করেও ব্যর্থ হয় তারা। অপরদিকে সেমিফাইনালে এক পস দিয়ে রাখা বাংলাদেশ নিজেদের স্বভাবসুলভ ফুটবল খেলতে থাকে। শেষ পর্যন্ত দুই দলের কেউই দ্বিতীয়ার্ধে গোলের দেখা না পেলে ৩-১ গোলে ম্যাচ জিতে নিয়ে দীর্ঘ ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।
আগামী ১ জুলাই কুয়েতের বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
এমআই