সময় জার্নাল ডেস্ক: টার্গেট অনুযায়ী আন্তর্জাতিকমানের স্কিন প্রিন্ট মেশিন বিক্রি করতে ১ জন মার্কেটিং ম্যানেজার ও ৩ জন সহকারি ম্যানেজার নিয়োগ দিতে যাচ্ছে স্বনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ইউরো বেঙ্গল ইন্টারন্যাশনাল (ইবিআই)’।
এ জন্য দক্ষ ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মার্চের মধ্যে প্রতিষ্ঠানটির মেইলে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।
প্রার্থীর দক্ষতা: মার্কেটিং ম্যানেজার পদের জন্য কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মার্কেটিং ম্যানেজার পদের জন্য কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মসংস্থানের অবস্থা:
সময়: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে কাজ
শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং মেকানিকাল / ইইই / টেক্সটাইলে বিএসসি
বয়স: ৩০ থেকে ৪০ বছর। দলের কাজের অনুপ্রেরণা ও অনুপ্রেরণার মাধ্যমে গ্রাহকের ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে কার্যকর নেতৃত্বের গুণাবলি থাকা আবশ্যক।
কম্পিউটার দক্ষতা: এমএস ওয়ার্ড অফিসে দক্ষতা থাকতে হবে।
চাকুরি স্থান: ঢাকা
বেতন: ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা।
ঠিকানা : ইউরো বেঙ্গল ইন্টারন্যাশনাল (ইবিআই), কর্পোরেট অফিস: খ-২২৯ (প্রথম তল), প্রগতি সরণি, কুড়িল, ভাটারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ।
Email- fabroglobalbd@gmail.com
সময় জার্নাল/