নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা ঈদুল আজহার টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে। পরিবার নিয়ে ঢাকায় ফেরা কর্মব্যস্ত মানুষগুলোর অনেকেই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন।
মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকামুখী যাত্রীদের অনেককে ভিজেই বিভিন্ন পরিবহনে ওঠানামা করতে দেখা যায়।
শনিবার (১ জুলাই) বিকেল ৩টার পর যারা ঢাকায় প্রবেশ করেছেন তাদের এ দুর্ভোগে পড়তে হয়েছে। ঢাকার আকাশ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ পরিষ্কার ছিল। কিন্তু বিকেল ৩টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়।
সিলেট থেকে রওনা দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েদাবাদে পরিবার নিয়ে পৌঁছান মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ঢাকায় পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাস থেকে নেমেছি।
সায়েদাবাদে বৃষ্টিতে ভিজে বাস থেকে নামা ফরিদপুরের ফয়সাল হোসেন বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি নেইনি। আগামীকাল অফিস করতে হবে। তাই পরিবার নিয়ে আজ ঢাকায় চলে এলাম। ঢাকায় পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। রাস্তায় কোনো যানজট নেই, ভোগান্তি নেই। কিন্তু ঢাকা এসে বৃষ্টির ভোগান্তিতে পড়তে হলো।
তিনি বলেন, বাসের ভেতর বসে থাকার উপায় নেই। আবার বাস এমন জায়গায় নামতে হয়েছে না ভিজেও উপায় নেই। সকাল থেকে আকাশ কত সুন্দর ছিল, হঠাৎ এমন বৃষ্টি হবে বোঝার কোনো উপায় ছিল না। আমাদের সঙ্গে ছাতা নেই। বাধ্য হয়ে ভিজতে হলো। এখন বাসায় গিয়ে আবার সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী সরকার একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে।
সরকারি ছুটি শেষে ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
সময় জার্নাল/এলআর