এম.পলাশ শরীফ, জেলা প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নে সাগরে ৬৫ দিন মাছ ধরা থেকে বিরত থাকা কালিন কর্মহীন হয়ে পড়া ১৯০ জেলে পরিবার পেলেন বিশেষ খাদ্য সহায়তার চাল।
বৃহস্পতিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জনপ্রতি ৫৬ কেজি করে ১৯০ জেলেদের মাঝে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট্যাগ অফিসার প্রতিনিধি মো. আবু সাহান, ইউপি সচিব প্রভাশু কুমার রায়, ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, শাহিন আজাদ, নূরুজ্জামান শিকদার, রাজিয়া খানম প্রমুখ।
এ সময় ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সরকারের সামাজিক বেষ্টনী প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার সুবিধার আওতায় রয়েছে। গরিব মানুষের মুখে হাঁসি ফোটাতে পুনরায় শেখ হাসিনা সরকারকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করতে হবে।
এমআই