জামালপুর প্রতিনিধি, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করছে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার ( ০৫ জুলাই) দিনগত রাত ৮ টার দিকে পৌর শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীর ঢালাই সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত রশিদ মোল্লা (৪৭) কেরানীগঞ্জের কামরাঙ্গীচরের চাঁন মিয়া মোল্লার ছেলে।
জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জামালপুর সদর থানার একটি দল শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীতে অভিযান পরিচালনা করে।
সেখানে ঢালাই সড়ক থেকে রশিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একটি দেশীয় তৈরী পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। সে একজন পেশাদার সন্ত্রাসী।
তার বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র, বিষ্ফোরক সহ একাধিক মামলার এজাহার ভুক্ত আসামী। দীর্ঘদিন যাবত সে আত্নগোপনে ছিলো।
সময় জার্নাল/এলআর