শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:  

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মো. নুরুন্নবী (৫৫) নামে একজন। 

বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঢাকা-মাগুরা মহাসড়কের গোড়িয়াদাহ মোড় এলাকায়   বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাসেল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন । 
 
নিহত যুবক কাভার্ডভ্যানের চালক ছিলেন বলে জানা গেছে।
 
স্থানীয় সুত্রে জানা যায় , মাগুরার দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে যশোরগামী এসএ পরিবহনের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক রাসেল নিহত হন। আহত হন অপর আরেকজন।  

 মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাসটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে  আনা হয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল