স্পোর্টস ডেস্ক:
সফররত আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে পরাজিত হয়েছে বাংলাদেশ। এরপর তামিম ইস্যুতে বেশ নাটকীয়তার সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। তবে গতকালই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। এদিকে আফগানদের বিপক্ষে আজ সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আর এতে টসে জিতে অধিনায়ক লিটন দাস বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে এখনও পর্যন্ত দুর্দান্ত খেলছেন দুই আফগান ওপেনার।
সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে টসে হেরে আজ ব্যাটিংয়ে নামেন দুই আগফান ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ। টাইগারদের হয়ে বোলিং ইনিংসের সূচনা করেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই চমৎকার এক কভার ড্রাইভে চার মেরে আফগানিস্তানের রানের খাতা খোলেন গুরবাজ।
এরপর টাইগার বোলারদের বিপক্ষে আজ আত্মবিশ্বাসের সঙ্গেই খেলা চালিয়ে যান তারা। হাসান মাহমুদের করা চতুর্থ ওভারে গুরবাজ মারেন দুই চার। এরপর তাসকিন আহমেদের পরিবর্তে আজ মাঠে নামা ইবাদত হোসেন আসেন বোলিংয়ে। তবে তাঁর ওভারেও মারমুখীই থাকেন তারা, ফলে পাঁচ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৩১ রান।
দেখেশুনে খেলতে থাকা দুই আফগান ওপেনার এদিন ৫০ রানের জুটি ছাড়িয়ে যায় আট ওভারেই। এরপর নবম ওভারে সাকিবের প্রথম বলেই আউট হতে পারতেন গুরবাজ। তবে লং অফে তাঁর তোলা ক্যাচ দৌড়ে এসেও তালুবন্দী করতে পারেননি তৌহিদ হৃদয়। ফলে দশ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান।
আফগানদের হয়ে আজ শুরু থেকেই মারমুখী ভঙ্গিতে খেলতে থাকা ওপেনার গুরবাজ সাকিবের বলে ছয় মেরে পূরণ করেন নিজের ফিফটি। ৪৮ বলে ৬ চার এবং ৩ ছয়ে এ মাইলফলকে পৌছান তিনি। এ ব্যাটারের কাছে আজ পাত্তা পায়নি কোনো বোলারই। ম্যাচের ১৪তম ওভারে প্রথম বোলিংয়ে আসা মিরাজকেও লং অনে উড়িয়ে বিশাল এক ছয় মারেন তিনি।
এরপর ১৫তম ওভারে হাসানের করা দ্বিতীয় বলে গুরবাজ বাউন্ডারির দেখা পেলে আফগানদের দলীয় সংগ্রহ একশ ছাড়িয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ পনের ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান। ৬৩ রানে থাকা গুরবাজকে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন আরেক ওপেনার জাদরান, তিনি অপরাজিত আছেন ২৪ রানে।
এমআই