মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ইকমার্সের জন্য কোনটি ব্যবহার করবেন, লারাভেল নাকি ওয়ার্ডপ্রেস?

বুধবার, মে ১২, ২০২১
ইকমার্সের জন্য কোনটি ব্যবহার করবেন, লারাভেল নাকি ওয়ার্ডপ্রেস?

সাইদুর রহমান

শুরুতে একটু পরিচিত হই।

ওয়ার্ডপ্রেসঃ
ওয়ার্ডপ্রেস একটি ওপেন-সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) যা ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। এটি পিএইচপি এবং মাইএসকিউএল ভিত্তিক এবং বিনা খরচায় ব্যবহারযোগ্য। ওয়ার্ডপ্রেস একটি থিম-ভিত্তিক সিস্টেম দ্বারা চালিত এবং প্লাগইন আর্কিটেকচার অনুসরণ করে। এটি বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সিএমএস এবং বর্তমান ইন্টারনেটের আনুমানিক ৩৫% সাইট এর দ্বারা তৈরী।

লারাভেলঃ 
অন্যদিকে, লারাভেল একটি ওপেন-সোর্স পিএইচপি ফ্রেমওয়ার্ক, যা ২০১১ সালে চালু হয়। এটি ফিচার্ড-প্যাকেজ আর্কিটেকচার অনুসরণ করে এবং সিম্ফনি ২ ফ্রেমওয়ার্ক এবং মডেল ভিউ কন্ট্রোলার (এমভিসি) আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি। জটিল কাজগুলি আরও সহজে করার জন্য এবং আরও দ্রুত উন্নত ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার লক্ষ্যে লারাভেল চালু করা হয়েছিল। এটি পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি ফ্রেমওয়ার্ক।

এগুলি ব্যবহারে কী কী সুবিধা রয়েছে?
সঙ্গত কারণেই প্রত্যেকের এর বিশ্বস্ত ফ্যানবেস রয়েছে। উভয়ই ক্রমাগত ডেভেলপ হওয়া, দ্রুত রিসোর্স বৃদ্ধি হওয়ার পথে। কারণটা এখানে:
ওয়ার্ডপ্রেসঃ
- সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি
- ইন্টিগ্রেটেড লিংক ম্যানেজমেন্ট সিস্টেম
- বিল্ড ইন WYSIWYG এডিটর
- নন টেক মানুষের জন্য ব্যবহারের সুবিধা
- সাশ্রয়ী
- ফ্রি থিম ও প্লাগিন
- বড় কমিউনিটি
লারাভেলঃ
- ডেভেলপার ফ্রেন্ডলি স্ট্রাকচার
- বড় কমিউনিটি
- ফ্রন্টেন্ডের সাথে স্মুথলি ব্যবহারের সুবিধা
- ফ্লেক্সিবেল ও সহজে পরিবর্ধন করা যায় এমন
- ডাটাবেজ মাইগ্রেশনের সুবিধা
- সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য
- হাই সিকিউরিটি

এখানে আপনি দেখতে পাচ্ছেন, উভয়ই প্রচুর স্বতন্ত্র সুবিধা নিয়ে আছে। কোনটি আপনার পক্ষে সবচেয়ে ভাল কাজ করবে তা নির্ভর করে আপনি এই জাতীয় প্ল্যাটফর্ম থেকে কী প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহারের ক্ষেত্র কী তার উপর।

এবার আসেন, কোনটি ব্যবহার করবেন?
- প্রডাক্ট কোয়ান্টিটি যদি ১০০০ এর নিচে হয় তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন। অন্যথায় লারাভেল। তবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ৫০০ প্রোডাক্টের মধ্যে থাকা ভালো।
- আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি যদি বেশী কমপ্লেক্স হয় তাহলে লারাভেল। অন্যথায় ওয়ার্ডপ্রেস।
- মাল্টিভেন্ডর হলে লারাভেল, সিঙ্গেল হলে ওয়ার্ডপ্রেস(তাও শর্ত সাপেক্ষে)
- বাজেট ভালো হলে লারাভেল, অন্যথায় ওয়ার্ডপ্রেস
- আপনার যদি ভবিষ্যতে সাইটের পরিধি বাড়ানোর ইচ্ছে থাকে তাহলে লারাভেল, না হয় ওয়ার্ডপ্রেস।
- যদি ব্যবসা টেস্ট পর্যায়ে করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস, তা না হলে লারাভেল।

এছাড়া আরো অনেক দিক থেকে লারাভেল, ওয়ার্ডপ্রেসের থেকে এগিয়ে। আমি ওয়ার্ডপ্রেসকে ফেলে দিচ্ছি না। তবে ওয়ার্ডপ্রেস সবার জন্য ভালো একটা রেগুলার হোটেলের মতো। যেখানে সবাই খেতে যেতে পারে। আর লারাভেল একটা ৪স্টার/৫স্টার হোটেলের মতো যেখানে প্রবেশের আগেই বাজেট নিয়ে ভাবতে হবে। তাই আপনার কি প্রয়োজন তা ভেবে তারপর সিদ্ধান্ত নিন। না দেখে সস্তার বাজারে ঘুরে পরে মাথা চাপড়াবেন না। 

লেখক : ওয়েব ডেভলপার ও আইটি বিশেষজ্ঞ।

সময় জার্নাল/এসএ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল