আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন।
এআরওয়াই নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, কমিশনকে অবমাননার এক মামলায় ইমরান খান ও তার সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও একই পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন।
গত বছর ইমরান খান, ফাওয়াদ চৌধুরী এবং পিটিআইয়ের নেতা আসাদ উমরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অসংযত ভাষা ব্যবহারের অভিযোগ আনা হয়। বলা হয়, এর মধ্য দিয়ে তারা নির্বাচন কমিশনকে অবমাননা করেছেন।
মঙ্গলবার ইমরান খান ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেয় কমিশনের চার সদস্যের বেঞ্চ। কারণ, বেশ কয়েকবার সতর্কতা দেয়া সত্ত্বে ও তারা মঙ্গলবারের শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হন।
সময় জার্নাল/এলআর