নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাতজন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এই সময়ে আরও এক হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এক দিনে যা সর্বোচ্চ।
শনিবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও এক হাজার ৬২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে এক হাজার ১৬৮ জনই রাজধানীর বাসিন্দা। বাকি ৪৫৫ জন রাজধানীর বাইরের। এই সময়ে নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চার হাজার ৯৪৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিন হাজার ২৩৮ জন। এছাড়া ঢাকার বাইরে এক হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৪০৭ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১০০ জন।
এমআই