নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী কোম্পানীগঞ্জে অবৈধ বিদ্যুতের লাইন নির্মানে বাধা দেওয়ায় বিউবো বসুর হাট কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলীকে সাইফুল ইসলামকে তুলে নিয়ে দফায় দফায় মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার ৪দিন পর আহত প্রকৌশলী তার স্ত্রীর মাধ্যমে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে চার জনের নাম সহ অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেলের দিকে কোম্পীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার রাতে মামলাটি নথি ভূক্ত করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার জুলাই বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর সভার ৮নম্বর ওয়ার্ডে বৈদ্যানোগো বাড়ীর সামনে বাংলাধেম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুমোদন ছাড়া অবৈধ ভাবে একটি লাইন নির্মানের সংবাদ পেয়ে তিনি আবাসিক প্রকৌশলী সাইফুল ইসলামের নির্দেশে ঘটনাস্থল যান। সে খানে গিয়ে দেখেন খোকন, শিপন, টিপু সহ অজ্ঞাত নামা আসামিরা দুইটি এলটি নির্মান কাজ করে। তাদের সাথে কথা বললে এক পর্যায়ে তারা আমাকে (সাইফুল ইসলাম) গাল মন্দ ও এলোপাতাড়ি মারধর করে। ওই সময় আমার ব্যবহৃত স্যামসাং ব্যান্ডের একটি এনডয়েট মোবাইল চিনিয়ে নিয়ে যায়। আসামিরা এক পর্যায়ে আমাকে মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি রাজাপুর মহল্লার একটি বাড়িতে নিয়ে আটক করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধরের কারনে আমার কপালে, বামহাতে, বুকে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হই। এক পর্যায়ে বিবাদীরা আমার মাথার চুল কেটে দেয়। এতে আমি স্বজ্ঞাহীন হয়ে পড়ি। আমার জ্ঞান ফিরে আসলে আসামিরা জানায় পিডিবি ফেনী কার্যালয় থেকে লোক এসেছে। তোমাকে যেতে হবে। এরপর আমাকে বাউবি বসুরহাট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
মামলার আসামিরা হলেন বসুরহাট পৌর যুবলীগের সদস্য মো. খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শিপন শাহরিয়ার, সদস্য মো. টিপু ও ফেনী বিউবোর উপসহকারী প্রকৌশলী এমদাদ উল্যাহ। আসামি এমদাদ হামলার ঘটনায় বিউবো গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে।
তবে মামলার এজাহারে আসামি করা হয়নি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাই শাহদাত হোসেনকে। এ বিষয়ে বাদী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, তিনি মুরব্বি মানুষ। তা ছাড়া মন্ত্রীর ভাই। আর মূল ঘটনা তো এরা ঘটিয়েছিল, তাই তার (শাহদাত) নাম দেওয়া হয়নি।
মামলার তদন্ত কারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক পুস্পবরন চাকমা বলেন ১১ তারিখে ঘটনা ঘটেলেও ১২ তারিখ পর্যন্ত বিদ্যুৎ বিভাগ থানা পুলিশকে ঘটনা অবহিত করেননি। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ডিএসবির মাধ্যমে বিষয়টি জানতে পারে। ১৩ তারিখ রাতে একজন পিয়নের মাধ্যমে হামলার শিকার প্রকৌশলী থানায় একটি চিঠি পাঠান। ওই চিঠিকে ঘটনাস্থল ঘটনার বিস্তারিত বর্ণনা ও স্বাক্ষী হিসাবে কারোও নাম উল্লেখ ছিল না। তাই ওই ব্যক্তিকে থানায় এসে লিখিত অভিযোগ দিতে ওসি স্যার অনুরোধ করেন। কিন্তু তিনি আসেন নি। শুক্রবার রাত ৯টার দিকে তিনি তার স্ত্রীর মাধ্যমে থানায় একটি অভিযোগ পাঠান। শুনেছি তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।
ওসি আরও বলেন, সাদেকুর রহমান বলেন ঘটনার ৪দিন পর শুক্রবার রাতে আহত প্রকৌশলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই মামলাটি নথি ভূক্ত করে। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এমআই