স্পোর্টস ডেস্ক:
আফগানদের বিপক্ষে বাংলাদেশ জিতে যায় ৫ বল হাতে রেখেই ৬ উইকেটে। খেলা যে শেষ ওভারে গড়াবে, প্রথম ৫ ওভার শেষে ভাবেনি কেউ। তবে শেষ পর্যন্ত তাই হলো, ছড়িয়েছে বেশ রোমাঞ্চ। তবে প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন শামীম হোসেন পাটোয়ারি।
এই জয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। শুধু তাই নয়, চলতি বছরে খেলা তিনটি টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই জিতল টাইগাররা। ইংল্যান্ড, আয়ারল্যান্ডের পর এবার ধরাশায়ী হলো আফগানরা। এই নিয়ে শেষ আট টি-টোয়েন্টির সাতটিই জিতল সাকিব বাহিনী।
রোববার (১৬ জুলাই) সিলেটে ১৭ ওভার শেষে আফগানরা তুলেছিল ১১৬ রান। তবে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানে। ছোট লক্ষ্য, সহজ সমীকরণেও খেলাটা ক্রিকেট বলে কিছুটা শঙ্কা ছিল। তবে সব শঙ্কা আর সমীকরণ একপাশে ছুঁড়ে ফেলতে থাকেন লিটন দাস ও আফিফ হোসেন। পাওয়ার প্লের ৫ ওভারেই ৫০ রান তোলেন তারা।
আফগানদের চলতি সফরে বেশ ব্যর্থই বাংলাদেশের উদ্বোধনী জুটি। পুরো ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও ছিল একই গল্প। টপ অর্ডারের এমন ব্যর্থতায় কিছুটা হলেও চিন্তা ছিল সবার মাঝে। তবে দুশ্চিন্তার কালো মেঘ কিছুটা হলেও কাটে এদিন। তবে পাওয়ার প্লের পর কমে যায় রানের গতি। পরের ৫ ওভারে আসে মাত্র ১৮ রান।
সময় জার্নাল/এলআর