এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে পদযাত্রা ও সমাবেশ করেছে ফরিদপুর জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী রাস্তার মোড় এ পদযাত্রা করে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি রাস্তার মোড়ে পৌছে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি নেতা শাহ মো. আবু জাফর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু সহ নেতৃবৃন্দ।
বক্তাগণ বিএনপির একদফা দাবী পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পদযাত্রায় বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। সকাল থেকেই শহরের বিভিন্ন মহল্লা থেকে খন্ড খন্ড আকারে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে সমবেত হন।
সময় জার্নাল/এলআর