নিজস্ব প্রতিবেদক:
দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেল ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’ প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্যবসায়ী ঐক্য পরিষদ।
বুধবার (১৯ জুলাই) রাতে পল্টনের ফার্স হোটেলে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুব আলম, বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএমএ) সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও পরিচালক প্রার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা হলেও তা রূপ নেয় ঐক্য পরিষদের পরিচিতি সভায়।
সভায় ঐক্য পরিষদের নেতা ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম তার পুরো প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান।
এফবিসিসিআই নির্বাচনে এবার ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির কয়েক মেয়াদের পরিচালক চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম। নির্বাচনে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সভাপতি এ কে আজাদ ও মীর নাসির উদ্দিন।
ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুব আলমের নেতৃত্বে পরিচালক পদে প্রার্থীরা হলেন- ড. নাদিয়া বিনতে আমিন, রাশেদুল চৌধুরী (রনি), মোহাম্মদ খোরশেদ আলম, মো. নিয়াজ আলী চিশতী, শমী কায়সার, হাফেজ হারুন অর রশীদ, মো. শাহীন আহমেদ, ড. কাজী এরতেজা হাসান, আব্দুল হক, আসলাম সেরনিয়াবাত, আমজাদ হোসেন, গোলাম মুর্শেদ, আবু মোতালেব, মোহাম্মদ আমিন হেলালী, কাউসার আহমেদ, এমএ মোমেন প্রমুখ।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে। ভোটশেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ছয় জন সহ-সভাপতি পদে নির্বাচন হবে ২ আগস্ট।
এমআআি