স্পোর্টস ডেস্ক:
ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ২১১ রানে আটকে রেখেছে বাংলাদেশ। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছে জুনিয়র টাইগাররা। বল হাতে দুর্দান্ত করেছেন রাকিবুল, মাহাদী, সাকিবরা।
আজ টস জিতে আগে বোলিং করতে নেমে ইনিংসের অষ্টম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ভারতীয় ওপেনার সাই সুদর্শনকে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার অভিষেক শর্মা ও নিকিন জোস।
দলীয় ৭৪ রানে জোসকে রাকিবুল ফেরানোর পর আর বড় জুটি গড়তে পারেনি ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। তবে অন্যদের যাওয়া আসার মিছিলে একপাশ আগলে ছিলেন ইয়াশ ধুল।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৮৫ বলে ৭ চারে ৬৬ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে জোড়া উইকেট নেন মাহেদী হাসান, সাকিব ও রাকিবুল হাসান। এছাড়া একটি করে শিকার রিপন মন্ডল, সাইফ হাসান ও সৌম্য সরকারের।
এমআই