এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে হৃদয় সুতার (২১) নামে এক যুবক শরীরে অসংখ্য ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মহিষচরণী গ্রামের রমেশ সুতারের ছেলে হৃদয় সুতার তার শরীরে ৩২টি বেতের ক্ষত চিহ্ন নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত বুধবার দুপুরে একই গ্রামের প্রতিপক্ষ ভূপেন মিস্ত্রীর ছেলে পুলক মিস্ত্রী ও তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পরে আহত যুবককে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এতে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যুবকের মা ইতি রাণী সুতার বলেন, বুধবার বেলা ১১টার দিকে ভুপেন মিস্ত্রীর বাড়ির সামনের সরকারি রাস্তা দিয়ে হৃদয় হেঁটে যাচ্ছিল। এ সময় একই গ্রামের এক যুবক তাকে অতর্কিতে মারপিট করে। শুক্রবার বেলা ১১টার দিকে ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার হাসপাতালে হৃদয় সুতারের খোঁজ খবর নেন। এ বিষয়ে নিকটস্থ পাঁচগাঁও পুলিশ ফাঁড়ির আইসি এসআই সারোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলক মিস্ত্রীর পিতা ভূপেন মিস্ত্রী বলেন, তাদেরকে অশ্লীন ভাষায় গালিগালাজ করার কারনে বাকবিতান্ডা হয়েছে। হৃদয় সুতরকে হাসপাতালে দেখতি গিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব বিষয়টি সমাধানের কথা বলেছেন।
এমআই