সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রবিবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ও ডিএনসিসির পক্ষে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শফিকুর রহমান সমঝোতা স্বাক্ষর করেন।
২০২৬ সালের জুন মাস পর্যন্ত মেয়াদী এ সমঝোতায় আওতায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে বিভিন্ন কীটনাশকের কার্যকারিতা ও অন্যান্য কারিগরি সহায়তা দিবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একাজে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার ব্যবহার করবে ডিএনসিসি৷ চুক্তির আওতায় গবেষণাগারকে আধুনিকায়ন করতে সহায়তা করবেন তারা। গবেষণাগারে মাইক্রোস্কোপ ও কম্পিউটার দেয়া হবে। পাশাপাশি গবেষণা ডিএনসিসি থেকে দুইজন কর্মকর্তা-কর্মচারী এখানে দায়িত্ব পালন করবেন। সমঝোতার আওতায় পরবর্তীতে ডিএনসিসিতে বিভিন্ন চাকরিতে জাবি শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
সফলভাবে এর কার্যকারিতার সাপেক্ষে এ সমঝোতার মেয়াদ আরো বাড়তে পারে বলে জানিয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার৷ তিনি বলেন, ইন্ডাস্ট্রির সাথে সম্পর্ক না হলে বিশ্ববিদ্যালয় আগায় না। ডিএনসিসি কারিগরি ও একাডেমিক সহায়তা দিবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গবেষণা কার্যক্রমে উৎসাহিত হবে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ সমঝোতার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে আমরা তাদেরকে সহায়তা করতে পারবো।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, রেজিস্ট্রার আবু হাসান, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআই