সাইফুল আরেফিন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) অন্তর্গত হল শাখা এবং বরিশাল ক্যাম্পাস শাখার কর্মীসভার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার (২৩ই জুলাই) পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মার্ট বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হল ইউনিট সমূহের সমন্বিত কর্মীসভা আয়োজন করার নির্দেশ প্রদান করা যাচ্ছে।
বিজ্ঞাপ্তিতে আরো জানানো হয়, আগামী ৩০ই জুলাই (রোববার) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শেরেবাংলা হল-১, শেরেবাংলা হল-২ এবং কবি বেগম সুফিয়া কামাল হল ছাত্রলীগের কর্মীসভা আয়োজন করার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত কর্মীসভায় ইউনিট সমুহের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত নিয়ে আসার জন্য বলা হয়েছে।
তবে বাংলাদেশ ছাত্রলীগ, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর অন্তর্গত বরিশাল ক্যাম্পাস শাখার কর্মীসভা আগামী ৩১ জুলাই (সোমবার) আয়োজন করার নির্দেশ দিয়েছে পবিপ্রবি ছাত্রলীগ।
জীবন বৃত্তান্তের সাথে যে সকল সংযুক্তি প্রয়োজন হবে-
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,জন্ম সনদের ফটোকপি, সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি, সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র বা মার্কশীটের ফটোকপি, নিজ জেলা/উপজেলা/পৌর/ইউনিয়ন কর্তৃক আওয়ামীলীগ কর্তৃক প্রত্যয়নপত্রের ফটোকপি(মোবাইল নাম্বার সহ) এবং অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ( যদি থাকে) এর ফটোকপি।
এমআই