এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দায় পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে ও পিটিয়ে রুবেল শেখ নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত রুবেল পার্শ্ববর্তী কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামের সালাম শেখের পুত্র।
এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
ফরিদপুরের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য ৩ জনকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে।
এমআই