মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি'র চুড়িপট্টি এলাকায় গলায় গামছা পেঁচানো অবস্থায় রেখা বেওয়া নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতেশুকন বৃদ্ধার নিজ শয়ন কক্ষ থেকে গলায় গামছা পেঁচানো লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, কে বা কাহারা ওই বৃদ্ধার গলায় পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে খাটের ওপর ফেলে পালিয়েছে। স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধার বাড়িতে প্রায় মাদকের আসর বসতো। সেই সাথে মাদকাসক্তরা প্রতিদিন ২০ থেকে ৩০ টাকার বিনিময়ে ওই বাড়িতেরাত্রিযাপন করতো। ওই সব মাদকসেবিদের মধ্যে কেউ বৃদ্ধা রেখা বেওয়াকে হত্যা করে পালিয়ে যেতে পারে।
হাকিমপুর থানা'র অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে বৃদ্ধার নাতি বাদি হয়ে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এবিষয়ে কাউকে আটক করা সম্বভ হয়নি। ঘটনার তদন্ত চলছে।
এমআই