দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসান (ওএসপি,এনপিপি, এনডিসি, পিএসসি)।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় নৌ বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনীর প্রধান পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় নৌবাহিনী পরিবার কল্যান সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট নাদিরা সুলতানা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউএ খুলনা শাখার চেয়ারম্যান, এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর