সাভার প্রতিনিধি:
নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশ করবে বিএনপি। অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগেরও আজ শান্তি সমাবেশ।
একই দিনে প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সতর্ক পুলিশ। ইতোমধ্যেই জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। এরই অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারের বিশেষ চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এসময় তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে বাহিনীটি।
শুক্রবার (২৮ জুলাই) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার এলাকায় আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড বসিয়ে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। এসময় পুলিশ সদস্যরা ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে ঢাকার উদ্দেশে আসা যাত্রীবাহী পরিবহন থামিয়ে যাত্রীদের তল্লাশি করেন। তাঁরা সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশিসহ যাত্রীদের ঢাকায় আসার কারণ ও পরিচয় জানতে চান।
এর আগে বৃহস্পতিবার রাত ৮টা থেকেই আমিনবাজার এলাকায় পুলিশ নিয়মিত চেকপোস্ট কার্যক্রম শুরু করে।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আমাদের এখানে সবসময় তল্লাশি চালানো হয়। আজ ঢাকায় দুটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য চালাতে না পারে, তাই তল্লাশিতে জোর দিচ্ছি।
এসময় তিনি বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন কিছু ব্যক্তিদের আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের গ্রেফতার করা হয়েছে কি না, তা জানাতে পারেননি।
এমআই