আব্দুল কাইয়ুম, সাভার:
আশুলিয়ার একটি রিক্সা গ্যারেজ থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়।
শুক্রবার (২৮ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতকে আশুলিয়া থানা থেকে ঢাকা আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার তাজপুর এলাকার একটি রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন আহমেদ নয়ন।
গ্রেপ্তারকৃত হলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তাজপুর এলাকার মৃত রজি উল্লাহ সরকারের ছেলে তজিবুর রহমান সরকার(৫৫)। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তজিবুরের মালিকানাধীন রিক্সার গ্যারেজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলটি সচল রয়েছে। গ্রেপ্তারের সময় পিস্তলটিতে ম্যাগজিন ও গুলি লোড করা ছিল।
এসআই শাহীন আহমেদ নয়ন বলেন, তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি পিস্তল ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করত গ্রেপ্তারকৃত ব্যক্তি।
এমআই