শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

রফিক উল আলম এর কবিতা ‘ভার্চুয়াল সালাম নিও’

বৃহস্পতিবার, মে ১৩, ২০২১
রফিক উল আলম এর কবিতা ‘ভার্চুয়াল সালাম নিও’

* ভার্চুয়াল সালাম নিও *
                                   --- রফিক উল আলম 

ঘরবন্ধী হয়ে আছি রে বন্ধু , কুশল সবাই  দিও ,
এবার ঈদে হবে না দেখা , ভার্চুয়াল সালাম নিও !

রোযার শেষে উঠছে ঠিকই , ঈদের বাঁকা চাঁন ,
স্বজন হারা হাজারো ঘরে , চলছে কান্না বান ! 

নিথর বুকে পাথর বাঁধা , নাইরে যাদের নিদ ,
কেমনে তারা করবে পালন , এবার খুশীর ঈদ ?

ঈদের দিনে বিষাদে ভরা , সকল ঘরে ঘরে ,
সবাই কাবু সবাই ভীত , কোভিড উনিশ ডরে ! 

নেত্র সমুখে  গিয়েছে মরে , কতই না প্রিয় মুখ !
থামেনি এখনও মরণ থাবা , কোথা যে রাখি দুখ !

জানিনা বন্ধু আগামী ঈদ , আছে নসিবে লেখা ?
সবার সাথে হবে কি বন্ধু , আবার আমার দেখা ? 

বন্ধু তোমরা ব্যথা পেলে কভু , মাফটি করে দিও ,
কুশল আমার জানিও বন্ধু , ভার্চুয়াল সালাম নিও !

ভাইরাস হতে আসান থেকে , যুগযুগ সবাই জিও ,
বন্ধুরা মোর ভার্চুয়াল সালাম , ভাইরাল করে দিও ! 

* ঈদ মোবারক *
বসুন্ধরা , ঢাকা , ১৩/০৫/২০২১


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল