* ভার্চুয়াল সালাম নিও *
--- রফিক উল আলম
ঘরবন্ধী হয়ে আছি রে বন্ধু , কুশল সবাই দিও ,
এবার ঈদে হবে না দেখা , ভার্চুয়াল সালাম নিও !
রোযার শেষে উঠছে ঠিকই , ঈদের বাঁকা চাঁন ,
স্বজন হারা হাজারো ঘরে , চলছে কান্না বান !
নিথর বুকে পাথর বাঁধা , নাইরে যাদের নিদ ,
কেমনে তারা করবে পালন , এবার খুশীর ঈদ ?
ঈদের দিনে বিষাদে ভরা , সকল ঘরে ঘরে ,
সবাই কাবু সবাই ভীত , কোভিড উনিশ ডরে !
নেত্র সমুখে গিয়েছে মরে , কতই না প্রিয় মুখ !
থামেনি এখনও মরণ থাবা , কোথা যে রাখি দুখ !
জানিনা বন্ধু আগামী ঈদ , আছে নসিবে লেখা ?
সবার সাথে হবে কি বন্ধু , আবার আমার দেখা ?
বন্ধু তোমরা ব্যথা পেলে কভু , মাফটি করে দিও ,
কুশল আমার জানিও বন্ধু , ভার্চুয়াল সালাম নিও !
ভাইরাস হতে আসান থেকে , যুগযুগ সবাই জিও ,
বন্ধুরা মোর ভার্চুয়াল সালাম , ভাইরাল করে দিও !
* ঈদ মোবারক *
বসুন্ধরা , ঢাকা , ১৩/০৫/২০২১