মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙ্গন সুরক্ষা কাজের উদ্বোধন

শুক্রবার, জুলাই ২৮, ২০২৩
মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙ্গন সুরক্ষা কাজের উদ্বোধন

এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে ভাঙ্গন সুরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন আনুষ্ঠানিকভাবে এ সুরক্ষা কাজের উদ্বোধন করেন।

পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাপাউবো খুলনা মো. সফি উদ্দিন। পানি উন্নয়ন বোর্ডের অধীনে 'পানগুছি নদীর ভাঙ্গন হতে মোরেলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুন:খনন প্রকল্পে'র আওতায় কাজটি শুরু হয়। যার প্রকল্প ব্যয় সাড়ে ৬ শত কোটি টাকা।

পানগুছি নদীর ভাঙ্গনের কারনে কয়েক হাজার একর জমি, শতত বসতবাড়ি, বাজার, রাস্তঘাট, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। অব্যাহত এ ভাঙ্গন রোধের জন্য ১১ কিলোমিটার ভাঙ্গন সুরক্ষার কাজ ও বিষখালী নদী খননসহ এক প্যাকেজে ২৩ হাজার ৭৩০ কিলোমিটার প্রকল্প অনুমোদন হয়। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল