অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি :
বিশ্বব্যাপী রোভার স্কাউটদের সবচেয়ে বড় মিলনমেলা ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় পৌছেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রপের রোভার মেট মারিয়া জাহান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী। আজ (২৯ জুলাই) সকালে তিনি দক্ষিণ কোরিয়া পৌছান।
আগামী ১ থেকে ১২ আগস্ট দক্ষিণ কোরিয়ার স্যামানগুমে বিশ্বের সকল দেশের স্কাউট, রোভার স্কাউট, ইয়াং লিডার এবং অ্যাডাল্ট লিডার এর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য বিশ্ব স্কাউটের সবচেয়ে বড় প্রোগ্রাম ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরি। এতে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। উক্ত জাম্বুরীতে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি গত ২৮ জুলাই রাত ১১.৫৫ তে দক্ষিন কোরিয়ার উদ্দেশ্যে পারি জমান৷
২৫ তম বিশ্ব জাম্বুরিতে অংশগ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন পর্যায়ে যাচাইবাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে মারিয়াকেজাম্বুরিতে অংশগ্রহণের এই সুযোগ প্রদান করা হয়।
এই বিষয়ে মারিয়া বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ কন্টিনজেন্ট থেকে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরী অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। যাদের সার্বিক সহযোগিতায় আমার এই প্রাপ্তি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ বিশ্বের প্রায় সকল দেশের অংশগ্রহণে এই জাম্বুরী হতে যাচ্ছে যেখানে আমি জবি রোভারকে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক উৎফুল্ল।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ শিক্ষামূলক, গতিশীল, অরাজনৈতিক যুব আন্দোলন স্কাউটিং। ১৯০৭ সালে যাত্রা শুরু করে যুব সম্প্রদায়কে শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্নিক শিক্ষা দিয়ে ব্যক্তিগতভাবে সৎ, সুন্দর, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কাজ করে যাচ্ছে।
সময় জার্নাল/এলআর