সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব The International Visitor Leadership Program (আইভিএলপি) ইমপ্যাক্ট এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হয়েছেন।
শনিবার (২৯ জুলাই ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ ও সম্পাদক এম শামীম কায়সার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এই এ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, U.S. Department of State's Bureau of Educational and Cultural Affairs ও Meridian International Center যৌথভাবে এই এ্যাওয়ার্ড প্রদান করে।
এতে আরও বলা হয়, অধ্যাপক সাকিব তাঁর গবেষণা প্রকল্পের আওতায় হুইসেল ব্লোয়িং (whistleblowing) এর মাধ্যমে দুর্নীতির পরিণতি সম্পর্কে সচেতন করতে চারটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি কর্মশালা আয়োজন করবেন।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, স্থানীয় জনগণের নানান চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধানে কাজ করেন এমন গবেষকদের এই এ্যাওয়ার্ডের জন্য বিবেচনা করা হয়।
সময় জার্নাল/এলআর