``শাওয়ালের সওগাত''
-- সামসুজ্জামান বাবু
গতকাল গোধুলী লগ্নে, ঈশান কোনে
সুতার মত ঝুলতে ছিল
শাওয়াল মাসের চাঁদ।
আমি নয়ন ভরিয়া দেখিলাম
বাকা চাঁদের কী তীব্র শক্তি কী আকর্ষণ
হৃদয়ের স্পন্দন দীর্ঘ হতে দীর্ঘতর হতে লাগলো
তুমি না বলেছিল এই চাঁদে আসবে,
কই এলে নাতো
আমি তোমার পথের প্রতীক্ষায় চেয়ে রই
নয়নের জলে ভিজে বালুকার পাহাড়।
রাত পোহালেই আনন্দের বাজার বয়ে যাবে
আবালবৃদ্ধবনিতা সকলেই ছাড়বে
স্বস্তির নিঃশ্বাস।
কেউ পেয়ে কেউ দিয়ে
এভাবেই অনন্তকাল চলবে এই রীতি।
পাওয়া না পাওয়ার হিসাব কি আর মিলবে?
হয়ত হ্যা নয়তো না।
সব ভুলে এক কাতারে দন্ডায়মান আজ বিশ্ব উম্মাহ
ছয় তাকবীরে ওয়াজিব শেষে দুপুরে জুম্মা
মুসলিম শিবিরে আজ আনন্দের চলমান রথ।
সবাই ভাল থাকি সুরক্ষিত থাকি সাবধান থাকি
ঈমান আমলে পুর্ণ করি পরকালের ঝাপি।