দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জিলা স্কুলের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কারিকুলাম ও পাঠ্যপুস্তক নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই-২০২৩) সকালে দিনাজপুর জিলা স্কুলের ক্লাশরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রওশন আরা'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়
স্বাগত বক্তব্য মহিলা পরিষদ জেলা শাখার প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ। বক্তব্য রাখেন বিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুলতানা ফেরদৌসী, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক খলিলুর রহমান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মেহেদী হাসান, অজিত রায়, প্রাচুর্য রায় তীব্র, নাজমুল সাকিব, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাইয়ান মুবাচ্ছির প্রমুখ।
সভায় মহিলা পরিষদ জেলা শাখার প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ বলেন, প্রণীত শিক্ষা কারিকুলাম নিয়ে সাম্প্রদায়িক মনোভাবের মানুষ এবং সাম্প্রদায়িক গোষ্ঠী নানাভাবে সমালোচনা করছে। শিক্ষাক্রমে থাকা ভুল ত্রুটির কথা বলা হচ্ছে কিন্তু এদেশের অনেকে শিক্ষানীতিকেই শিকার করে না। বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক এবং মানবিক এই শিক্ষা কারিকুলামকে দিনে দিনে আরও পরিমার্জন করতে শিক্ষাপ্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে।
এ লক্ষ্যে প্রাথমিক স্তর থেকেই হাজার বছরের বাঙালির সংস্কৃতি ও কৃষ্টি বিষয়েও শিক্ষার্থীদের পড়াতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের সহপাঠ্য কার্যক্রম করাতে হবে। তিনি আরও বলেন, পাঠ্যসূচিতে থাকা কনটেন্টগুলো নানাভাবে বিকৃত করে বিজ্ঞানভিত্তিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে। এ অবস্থায় প্রণীত শিক্ষা কারিকুলামকে রক্ষার জন্য শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।