বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

নাটোরে মেয়রের ভাতিজা ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ এমপি সমর্থকদের বিরুদ্ধে

সোমবার, জুলাই ৩১, ২০২৩
নাটোরে মেয়রের ভাতিজা ছাত্রলীগ নেতাকে পেটানোর অভিযোগ এমপি সমর্থকদের বিরুদ্ধে

ইসাহাক আলী, নাটোর:

নাটোরের নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা ও শহীদ নজমুল হক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার ইসতিয়াক (২২) ও তার বন্ধু সেন্টু(২১) কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য
শফিকুল ইসলাম শিমুল এমপির সমর্থকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে নলডাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিলও করেছেন মেয়র মনির সমর্থকরা। পরে সমাবেশে যুবলীগ সভাপতি বাশিরুর রহমান এহিয়া চৌধুরি নলডাঙ্গায় অবাঞ্চিত ঘোষনা করেন তিনি। এদিকে মেয়র এবং এমপি মুখোমুখি অবস্থানের খবর এখন টক অব দ্যা টাউন।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকেলে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের ভাতিজা
ছাত্রলীগ নেতা শাহরিয়ার ইসতিয়াক ও তার বন্ধু সেন্টু মোটরসাইকেল নিয়ে এমপির গাড়ী বহরের আগে যাওয়া কে কেন্দ্র করে এমপি সমর্থকরা হাতুড়ি পেটা করে ছাত্রলীগ নেতা শাহরিয়ার ও তার বন্ধু সেন্টুকে। হামলার নেতৃত্বে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটনের বিরুদ্ধে। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে সন্ধ্যায় এমপির কাছে নালিশ করতে মেয়র মনিরজ্জামান মনির উপজেলা আওয়ামীলীগ কার্যালয় মোড়ে এগিয়ে আসলে এমপি সমর্থক দলীয় নেতা কর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করার চেষ্টা করে। এসময় মেয়র মনিরের সঙ্গে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এঘটনার একটি সিসি ফুটেজও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে এই হামলার প্রতিবাদে নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নলডাঙ্গা বাজারে প্রতিবাদ মিছিল বের হয়। সেখানে তিনি সংসদ সদস্য শফিকুল ইসলামের কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জীবন হত্যা মামলার ঘটনায় বহিষ্কৃত নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ সময় মনির , জেলা যুবলীগ নেতা এহিয়াকে নলডাঙ্গা এলাকায় অবাঞ্চিত ঘোষনা করেন।

তবে এমপি অনুসারী তৌহিদুর রহমান লিটন হামলার অভিযোগ অস্বীকার করে জানান, শাহরিয়ার ও তাঁর ক্যাডাররা সংসদ সদস্যের গাড়িবহরের সামনে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাঁদের বাধা দিলে ধাক্কাধাক্কি হয়। মারধরের কোন ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সংসদ সদস্যের গাড়িবহরের সামনে বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ে কিছু মারধরের ঘটনা ঘটেছে। আর ফেরার সময় মেয়র মাননীয় সংসদ সদস্যের সাথে দেখা করতে গেলে সে উত্তেজনা তৈরি হলেও পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কোন লিখিত অভিযোগ আসেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল