মুহা: জিল্লুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় তত্তবধায়ক সরকার প্রতিষ্ঠা ও আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের
উর্ধগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা।
সোমবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল সাতক্ষীরা শহরের আমতলা হতে বের হয়ে প্রধান সড়ক ধরে মিলবাজার গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে মিলবাজারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারি আজিজুর রহমান। এসময় সেখানে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, এই ফেসিবাদি সরকারের অধিনে কোন নির্বাচন হবেনা। আমরা আন্দোলন এর মাধ্যমে তত্ত্বধায়ক সরকার প্রতিষ্ঠাতা করেই ছাড়বো। সাথে সাথে আমাদের আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তি করে ছাড়বো।
এমআই