পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের দিন আজ শুক্রবার দেশের সূর্যসন্তান- মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
দেশের অন্যান্য অনুষ্ঠানের মতো, ঈদের দিনও প্রধানমন্ত্রী ঢাকার মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ফুল, ফল ও মিষ্টান্ন সামগ্রী পাঠিয়ে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন।
শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এ. বি. এম. সারওয়ার-এ-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষে এ সব শুভেচ্ছা সামগ্রী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে তুলে দেন।
জাতীয় দিবসগুলোর মতো দেশের অন্যান্য উৎসবগুলোতেও মুক্তিযোদ্ধাদের এভাবে স্মরণ করা এবং তাঁদের শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যেরা। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বের প্রশংসা এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।