তিতুমীর কলেজ প্রতিনিধি:
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে
সরকারি তিতুমীর কলেজে মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টায় সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম এ কেন্দ্র উদ্বোধন করেন।
স্বাস্থ্য সেবা কেন্দ্রের আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর মিয়া এনামুল হক, সদস্য- মনোবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সাজিয়া আফরিন ও ইংরেজি বিভাগের প্রভাষক নাদিমুল হক।
মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, আমাদের সমাজে প্রচলিত আছে মানসিক স্বাস্থ্য মানে মানসিক রোগ। এছাড়াও যে মানসিক সমস্যা হয় সে সম্পর্কে আমাদের অনেকেরই তেমন ধারণা নেই। আমার আমাদের শরীরের জন্য যেমন যত্ন বা পরিচর্যা করি, মানসিক স্বাস্থ্যের জন্য তা করি না। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা নানা রকমের মানসিক বিষয়ক পরামর্শ পাবে আমাদের মানসিক স্বাস্থ্য সেবা সহায়তা কেন্দ্র থেকে।
তিনি বলেন, আমাদের মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুধুমাত্র সরকারি তিতুমীর কলেজ পরিবারের সদস্যরা সেবা গ্রহণ করতে পারবে। এছাড়া অন্য কেউ পারবে না। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে সাপ্তাহে দুই দিন একজন মনোরোগ বিশেষজ্ঞ সেবা দিবে। পরর্বতীতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সাপ্তাহে ৫ দিন চিকিৎসার ব্যবস্থা করবো।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা আক্তার বানু, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল সহ শিক্ষক শিক্ষার্থীরা।
এমআই