আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মহারাষ্ট্রের থানে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১ আগস্ট) ভোরে থানে জেলার শাহাপুরের কাছে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা এখনো উদ্ধারকাজ চালাচ্ছে।
পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের থানের শাহাপুরে একটি নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৫ জন শ্রমিক মারা যান। তিনজন আহত শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধসে পড়া ক্রেনের ভিতরে আরও পাঁচজন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
৭০১ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়টি গত বছরের ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করছে।
সময় জার্নাল/এলআর