নিজস্ব প্রতিনিধি:
সৌদি সরকার ২০২৪ সালের হজযাত্রী নিবন্ধন আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে । ২০২৪ সালের ১ মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই-হজ সিস্টেমে ২৯ এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে।
বুধবার (২ আগস্ট) সকালে ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সৌদি সরকারের বরাত দিয়ে এসব তথ্য জানান ধর্ম সচিব।
২০২৪ হজ অনুষ্ঠান বিষয়ে প্রাক-প্রস্তুতির এদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাব নেতারা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের কাউন্সেলরসহ (হজ) সংশ্লিষ্ট বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচিব সভাকে জানান, সৌদি সরকার ২০২৪ সনে বাংলাদেশ হতে ১,২৭,১৯৮ জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে।
সভাপতি সভার শুরুতে ২০২৩ সনের হজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।
সচিব আরো জানান, রাজকীয় সৌদি সরকারের কাছ থেকে মিনা-আরাফা-মুজদালিফার সেবা মূল্য অবহিত হওয়ামাত্র হজ প্যাকেজ ২০২৪ ঘোষণা করা হবে এবং হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।
সময় জার্নাল/এলআর