স্পোর্টস ডেস্ক:
৪৫ বছর বয়সে এসে দাঁড়ি টানলেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইগি বুফোঁ। প্রায় তিন দশকের বেশি সময়ের ফুটবল ক্যারিয়ার তার। বুধবার সন্ধ্যায় ট্যুইট করে অবসরের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিলেন বুফোঁ।
গোলপোস্টের নিচে আর দেখা যাবে না জিজিকে। তার নাম ইতিহাসে সোনার হরফেই লেখা থাকবে। তিনি ফুটবল ইতিহাসের একমাত্র গোলরক্ষক, যার ৫০০ ক্লিনশিটের সাথেই রয়েছে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।
বুঁফো ১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাব পামাতে সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন। ২০০১ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি। পামা ছেড়ে ২০০১ সালে চলে আসেন জুভেন্তাসে। ২০১৮ পর্যন্ত সেখানে খেলেন বুঁফো।
এরপর এক মরসুমের জন্য প্যারিস সঁ জঁরমে খেলে ফের ফেরেন জুভেন্তাসে। এরপর ২০২১-২৩ পর্যন্ত সেই পামাতে খেলেই ফুটবল কেরিয়ার শেষ করলেন ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী খেলা কিংবদন্তি।
বিদায়লগ্নে বুঁফো ট্যুইটারে মাত্র কয়েকটি শব্দই লিখেছেন অনুরাগীদের জন্য়। বুফোঁ লেখেন, 'এটাই সব বন্ধুরা। আপনারা আমাকে সব দিয়েছেন, আমিও আপনাদের সব দিয়েছি। আমরা একসাথে করেছি।'
দশটি সিরি আ খেতাব জেতা বুফোঁ সর্বকালের সেরা কিংবদন্তি গোলকিপারদের সাথেই থাকবেন। সেই তালিকায় লেভ ইয়াসিন, ডিনো জফ, ম্যানুয়েল নয়্যার, সেপ মেয়া, গর্ডন ব্যাংকস, পিটার স্মাইকেল, ইকার ক্যাসিয়াস, এডউইন ভ্যান ডার সার ও পিটার শিলটনদের সাথেই তার নাম উচ্চারিত হবে।
সময় জার্নাল/এলআর