ঈদ মোবারক
.................................
শাহাদাত হোসাইন
আমার আর কাউকে ঈদ মোবারক জানাতে মন চায় না,
ঈদআনন্দ এখন আর আমাকে স্পর্শ করতে পারেনা।
বিষাক্ত করোনার ছোবলে টিভি স্ক্রলে যখন মৃত মানুষের সংখ্যা ভেসে উঠে
এক অজানা আতঙ্কে মন সিক্ত হয়ে যায়,
হাসপাতালের গেইটে যখন মৃত মানুষের লাশের পাশে স্বজনের বুকফাটা কান্না দেখি,
গভীর রাতে মহাসড়কে যখন লাশবাহী এ্যামবুলেন্সের করুণ হুইসেল শুনি,
তখন পৃথিবীর সব আনন্দরা শুকনো পাতার মতো ঝরে যায়।
লকডাউনে থাকা কর্মহীন শ্রমজীবী মানুষগুলো যখন লজ্জা ভুলে যাকাতের টাকার জন্য হুমড়ি খেয়ে ধনীর দরজায় ভীড় জমায়,
সে দৈন্যতায় ঈদের আনন্দ ম্লান হয়ে যায়।
আবার লক ডাউনের বাস্তবতায় কর্মহীন মানুষ যখন
চিরচেনা শহর ছেড়ে ফেলেআসা গ্রামে এসে-
স্বজনের আশ্রয়ে অবহেলা অবজ্ঞায় মর্যাদা হারিয়ে,
কলেজ পড়ুয়া মেয়েটি যখন নীরবে অশ্রু ঝরায়...
সে কান্নার লোনাজলে সব আনন্দ আমার নিমিষেই ভেসে যায়।
করোনার বিষবাষ্পে দূর্বল ফুসফুসে
যখন শ্বাসরুদ্ধ হয়ে যায় অজানা আশঙ্কায়,
তখন আর আমার ঈদকে ঈদ মনে হয় না।
তাই কাউকে -ঈদ মোবারক জানাতে আমার আর মন চায় না।
অপেক্ষার প্রহর গুনছি,
সুন্দর এক গোধূলির সোনালী রেখায়
একদিন সত্যিই
আকাশে হাসবে খুশির ঈদের কচি চাঁদ...
আর যদি বেঁচে থাকি মন ভরে আনন্দ চিত্তে জনাবো -ঈদ মোবারক বন্ধু তোমায়।
সময় জার্নাল/ইএইচ