এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন জয়নাল আরেফিন (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।
জানা যায়, জয়নাল আরেফিন রাজবাড়ী জেলা সদরের বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (০৩ আগস্ট) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ফরিদপুর জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায় , বিগত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৯ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২শ ৫৫ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১শ ৩৪ জন রোগী।
এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ৫শ ৬৬ জন। এর মধ্যে ১হাজার ৩শ ৭ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪ জন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মহা: এনামুল হক জানান, জয়নাল আরেফিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪জন। তিন জনের বাড়ী রাজবাড়ী জেলায় এবং এক জনের বাড়ী মাগুরা জেলায়। বর্তমানে হাসপাতালটিতে ১শ ৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সময় জার্নাল/এলআর