স্পোর্টস ডেস্ক:
জাফনা কিংসের লক্ষ্য ছিল মাত্র ১১৮ রান। ওভারে সাকিবকেও ছাড় দিলেন না ২২ বছরের হৃদয়। ইনিংসে তৃতীয় ওভারে বোলিংয়ের সুযোগ পেলেন সাকিব আল হাসান। একটি উইকেট নিয়ে ওই ওভারে দিলেন মাত্র ৪ রান। ওই ওভারেই তাওহিদ হৃদয় মাত্র ক্রিজে এসেছেন। সাকিবকে সিঙ্গেলস নিয়েই সন্তুষ্ট থাকলেন।
ওভারের চতুর্থ বলে মিডঅনের ওপর দিয়ে ছক্কা, পঞ্চম বলে মিডঅফ দিয়ে হাঁকালেন চার। প্রথম ওভারে মাত্র ৪ রান দেয়া সাকিব দুই ওভারে দিয়ে বসলেন ২১। সবমিলিয়ে ৪ ওভার বল করে ৩১ রানে ২ উইকেট নেন সাকিব।
শুধু স্বদেশি সিনিয়রের ওপর চড়াও হওয়াই নয়। শুক্রবার রাতে হৃদয় খেলেছেন বিধ্বংসী এক ম্যাচ জেতানো ইনিংস। ২৩ বলে তার ৪৪ রানের হার না মানা ইনিংসে চারের চেয়ে আবার ছক্কা বেশি (২ চার, ৪ ছক্কা)। ম্যাচটা তিনি শেষও করেন ছক্কা দিয়ে। এছাড়া ৩৯ বলে ৩ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৫৪ করেন রহমানুল্লাহ গুরবাজ।
পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচে গল টাইটান্সকে ৮ উইকেট আর ৪৪ বল হাতে রেখে হারিয়েছে জাফনা কিংস। তিন ম্যাচে দুই জয় হলেও রানরেট বেড়ে যাওয়ায় তারা উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান ম্যাচে সমান জয় নিয়ে দুইয়ে গল।
এর আগে লঙ্কান বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালাগে ঘুর্ণিতে নাকাল করে ছেড়েছেন গলের ব্যাটারদের। ৯ উইকেটে ১১৭ রানেই থেমে যায় গল টাইটান্সের ইনিংস। সাকিব ৯ বল খেলে ৬ রানেই আউট হয়ে যান, তার উইকেটটিও নেন ওয়েল্লালাগে।
দাসুন শানাকা ২৪ বলে করেন ৩০ রান। ২৫ বলে ওয়ানডে স্টাইলে ২৫ করেন ওপেনার শেভন ড্যানিয়েল, আরেক ওপেনার লাসিথ ক্রসপুলের ব্যাট থেকে আসে ১২ বলে ১৯ রান। টিম শেইফার্ট ২৩ বল খেলে করেন ধীরগতির ১৮। বাকিরা কেউ দশের ঘরও ছুঁতে পারেননি।
ওয়েল্লালাগে ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৪টি উইকেট। হৃদয়কে ছাপিয়ে তিনিই হন ম্যাচসেরা।
সময় জার্নাল/এলআর